কোহেলির সেঞ্চুরিতে জয় পেল ভারত

0
933

এশিয়া কাপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাট করছে স্বাগতিক দল বাংলাদেশ। বুধবার বেলা ২টায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হয়। টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৭৯ রান । উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক ৭৭ রানে আউট হন। অধিনায়ক মুশফিকুর রহিম বিদায় নেন ১১৭ রান করে। এরপর সোহাগ গাজী ৩ ও মাশরাফি ১ রান সংগ্রহ করে ইনিংস শেষ করেন।

জবাবে অধিনায়ক কোহেলি ও রাহানির ব্যাটিং তাণ্ডবে ৪৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮০ রান করে ৬ উইকেটে বড় জয়ের দেখা পায় ভারত । অধিনায়ক কোহেলি ১৩৬ রান সংগ্রহকরে আউট হয়ে সাজঘরে ফিরেযান ।  এরপর রাহানি ৭৩ রান করে ফিরলেও রাইডু ও দিনেশ কার্তিকের দলকে জয়ের দিকে নিয়ে যায় ।

দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল গত এশিয়া কাপে ।  সেবার ভারতকে হারিয়েছিল বাংলাদেশ । মঙ্গলবার শুরু হওয়া এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে ১২ রানে হারায় শ্রীলংকা।

বাংলাদেশ: শামসুর রহমান, এনামুল হক, মমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাসির হোসেন, নাঈম ইসলাম, জিয়াউর রহমান, সোহাগ গাজী, মাশরাফি মর্তুজা, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন।

ভারত: শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), আম্বাতি রাইডু, অজিঙ্কে রাহানে, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, বরুন আরন।