পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ ৮ পরিচালকের পদ অবৈধ

0
1076

দুই শতাংশ শেয়ার না থাকায় পূবালী ব্যাংকের চেয়ারম্যান ও সাত পরিচালকের পদ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

এক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি এম আর হাসানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার ছাড়া বাকি সাত পরিচালক হলেন- মোহাম্মদ ফয়জুর রহমান, আহমেদ শফী চৌধুরী, ফাহিম আহমেদ ফারুক চৌধুরি, এম কবিরুজ্জামান ইয়াকুব, রোমানা শরীফ, সুরাইয়া রহমান এবং আজিজুর রহমান।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব।

ব্যাংকের পরিচালকদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আক্তার ইমাম ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী।

গত বছর আগস্ট মাসে পূবালী ব্যাংকের পরিচালক নির্বাচনের আগে ব্যাংকের নির্বাচন কমিশন এ আটজনকে পরিচালক পদে নির্বাচনের অযোগ্য ঘোষণা করে। এর বিরুদ্ধে ২০ আগস্ট চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার হাইকোর্টে একটি আবেদন করেন।

হাইকোর্ট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ব্যাংকের নির্বাচন কমিশনের অযোগ্য ঘোষণার আদেশটি স্থগিত করে দেয়। এরপর ২১ আগস্ট অনুষ্ঠিত পরিচালক নির্বাচনে এই আটজনসহ মোট ১৩জন পরিচালক নির্বাচিত হন।

আদালতের এ আদেশের ফলে পূবালী ব্যাংকের এ আট পরিচালকের পদ শূন্য হয়ে গেছে বলে জানান আবেদনকারীর আইনজীবী আখতার ইমাম।