সাদার্ন ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় জয়ী

0
1195

দখিনা আন্তঃ বিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ।। প্রিমিয়ার ও সাদার্ন বিশ্ববিদ্যালয় জয়ী

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত দখিনা আন্তঃ বিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের একদিন বন্ধ থাকার পর গতকাল থেকে ফের শুরু হয়েছে। সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে । এই মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের গতকালের খেলায় সহজেই জয় পেয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং সাদার্ন বিশ্ববিদ্যালয় ।

দিনের প্রথম খেলায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ৯৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়কে । টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় । জবাবে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় ১৮.২ ওভারে ৫৬ রানে সবকটি উইকেট হারায় । বিজয়ী দলের ফাহাদ বিন হক ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় ক্রিকেটার নুরুল আবেদীন নোবেল।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় : ১৫৫/৯/২০ ওভার। ফারহান ১৫, মোয়াজ্জেম ৩৩, পঙ্কজ ১১, তানভির ২৪, সাব্বির ১৮, ফাহাদ ১০, জুলহাস ২৭, ওমর ১০/বোলিং : ইউসুফ ২/৪, সাদ্দাম ২/৪/, হেদায়েত ৩/৪।
পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়: ৫৬/১০/১৮.২ ওভার: রাজু ১৩, সাদ্দাম ১৬/বোলিং : রানা ২/৩, জুলহাস ২/৩, ফাহাদ ৩/৪, ওমর ১/২/।

একই মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় সাদার্ন বিশ্ববিদ্যালয় ৬ উইকেটে হারিয়েছে টস জয়ী ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয়কে ।
প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভার খেলে ১১৪ রানে অল-আউট হয়েছে ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয় । জবাবে সাদার্ন বিশ্ববিদ্যালয় ১৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত (১১৮) করে । খেলা শেষে প্লেয়ার অব দ্য ম্যাচ রতন দাশ (সাদার্ন বিশ্ববিদ্যালয়)-কে ক্রেষ্ট তুলে দেন স্পন্সর প্রতিষ্ঠান দখিনা’র সহযোগী সম্পাদক ইসরাত জাহান।

ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয় : ১১৪/১০/২০ ওভার। সামি ১৭, সাদাব ১১, রাকিব ১১, তাহিল ১২, সাঞ্জু ২৭, মামুন ১৪/বোলিং : ধ্রুব ৩/১, মনিরুল ৩/১, কাজি কামরুল ৩/১, রতন দাশ ৩/৪।

সাদার্ন বিশ্ববিদ্যালয়: ১১৮/৪/১৬.৫ ওভার: আকিব ৩৬, কাজি কামরুল ২৪, সাজ্জাদুল ৩৪/বোলিং : তাহিল ৩/২, রাকিব ৪/২।

আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলা বিজিসি বিশ্ববিদ্যালয় খেলবে ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে। দিনের দ্বিতীয় খেলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় ।