ধর্মঘট প্রত্যাহার করেছে লঞ্চ মালিক সমিতি

0
1002

ধর্মঘট প্রত্যাহার করে যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচলের ঘোষণা দিয়েছেন মালিকরা। বৃহস্পতিবার দুপুরে, ধর্মঘট প্রত্যাহার করে নৌযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী জাহাজের মালিকরা।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ১১ দফা দাবি আদায়ে গত বুধবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু করে। তবে যাত্রীদের কথা চিন্তা করে ওইদিন বিকেল থেকে শ্রমিকরা তাদের কর্মবিরতি তুলে নেয়। একইদিন সন্ধ্যায় লঞ্চ মালিক সমিতি জানায়, শ্রমিকরা ইচ্ছেমাফিক কর্মবিরতির নামে লঞ্চ বন্ধ করে দেয়। এ জন্য তারাও লঞ্চ চালাবেন না। বৃহস্পতিবার সকাল থেকে তাদের এ সিদ্ধান্ত থাকলেও দুপুরে তা প্রত্যাহার হয়।

নৌ- যাত্রী পরিবহন সংস্থার চেয়ারম্যান বদিউজ্জামান বাদল জানান, পবিত্র হজ্জ, বন্যা এবং মানুষের দুর্ভোগের কথা চিন্তা করেই লঞ্চ চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন লঞ্চ মালিকরা।

এদিকে, আজ বরিশাল থেকে ছেড়ে যায়নি কোনো লঞ্চ। লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছিলেন চরম ভোগান্তিতে।

বিএম/এমআর