চট্টগ্রামে কবিতা উৎসব

0
1079

চট্টগ্রামে কবিতা উৎসব

 ‘চট্টগ্রাম কবিতার শহর’ এরকম প্রতিপাদ্য সামনে রেখে তৃতীয়বারের মতো শুরু হলো তিনদিনের কবিতা উৎসব। বৃহস্পতিবার ডিসেম্বর ২৬  থেকে ‘তারুণ্যের উচ্ছ্বাস’ জেলা শিল্পকলা একাডেমিতে এ কবিতা উৎসবের আয়োজন করেছে।

উৎসবের অনুষ্ঠানমালায় আছে কবিতার মিছিল শিরোনামের শোভাযাত্রা, একক ও দলীয় আবৃত্তি, কবি-ছড়াকার কণ্ঠে কবিতা ও ছড়াপাঠ, শিশু উৎসব, আবৃত্তি বিষয়ক গ্রন্থ প্রকাশ, কবিতার গান, উৎসব সংকলন প্রকাশ, নিবেদিত প্রযোজনা ও সুহৃদ সম্মিলনী।

উৎসবে দেশের নন্দিত কবি-ছড়াকার-আবৃত্তিশিল্পীরা ছাড়াও অংশ নিচ্ছেন একঝাঁক তরুণ ও প্রতিশ্রুতিশীল শিল্পী। উৎসবটি উৎসর্গ করা হয়েছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তনু বিশ্বাসের স্মৃতির প্রতি। উৎসব উদ্বোধন করেন দেশবরেণ্য কবি হেলাল হাফিজ।

তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি কবি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান।