৩৩ টি ইউনিয়নের চেয়ারম্যানরা বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাস উপহার

0
933

৩৩ টি ইউনিয়নের চেয়ারম্যানরা বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য  বাস উপহার

দখিনা ডেস্ক:  বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বান্দরবানের ৩৩ টি ইউনিয়নের চেয়ারম্যানরা বান্দরবান বিশ্ববিদ্যালয়কে একটি বাস প্রদান করে। ১৭ নভেম্বর, রবিবার সকালে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বাসের চাবি হস্তান্তর করেন। চাবি হস্তান্তর শেষে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন,এই সরকারের আমলেই পার্বত্য জেলা বান্দরবানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলো। বান্দরবানের একমাত্র বিশ্ববিদ্যালয় স্থাপনের মধ্য দিয়ে এই এলাকায় ছাত্র-ছাত্রী আগের চেয়ে সহজেই উচ্চ শিক্ষার স্বাদ গ্রহণ করছে ,আর এই শিক্ষার্থীরা আগামী দিনে দেশের উন্নয়নে অংশ নিয়ে বাংলাদেশের নাম সারা বিশ্বে উজ্বল করবে। মন্ত্রী বীর বাহাদুর বলেন, বর্তমান সরকার লেখাপড়ার মান উন্নয়নে ও বান্দরবানের উন্নয়নে বদ্ধপরিকর।এসময় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ.এফ ইমাম আলি, রেজিষ্টার মো. নুরুল আবছার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, তিং তিং ম্যা, পৌর আ.লীগের সভাপতি অমল কান্তি দাশসহ বান্দরবানের ৩৩ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলীরা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

abmsj