স্থায়ী ক্যাম্পাসে গেল সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি

0
619

সরকারি নীতিমালা মেনে নিজেদের স্থায়ী ক্যাম্পাসে সব ধরনের কার্যক্রম পুরোদমে শুরু করেছে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি (এমইউ)। রবিবার ১২ জানুয়ারি, ২০২০ থেকে শহরতলির বটেশ্বরস্থ ৮ একর জমিতে গড়া ক্যাম্পাসে এই কার্যক্রম শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস জানায়, স্থায়ী ক্যাম্পাসে বিশাল খেলার মাঠ, মসজিদ, আধুনিক গ্রন্থাগার, আধুনিক ল্যাব, পুকুরসহ প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা রয়েছে। স্থায়ী ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য তিনটি রুটে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বাস চালু করা হয়েছে।

এ প্রসঙ্গে মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, ‘বিশ্বমানের পাঠদান ব্যবস্থা আর আধুনিক সব সুযোগ-সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গড়ে ওঠেছে। সিলেটে আর কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এতো সুবৃহৎ ক্যাম্পাস নেই। স্থায়ী ক্যাম্পাস ঘিরে আমাদের নান্দনিক পরিকল্পনা আগামীতে আরো প্রস্ফূটিত হবে। আমরা সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে সিলেটে উচ্চশিক্ষায় কার্যকর ভূমিকা রাখতে বদ্ধপরিকর।’