শহীদ মিনার চত্বরে আজ থেকেই চার স্তরের নিরাপত্তা

0
324

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি উপলক্ষে আজ বুধবার থেকেই শহীদ মিনার চত্বরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এছাড়াও পুলিশ, ডিবিসহ সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনী।

ডিএমপি কমিশনার আরও জানিয়েছেন, গোয়েন্দা তথ্যমতে এখনো পর্যন্ত নাশকতার কোনো তথ্য নেই।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী জানিয়েছেন, এদিন বিএনসিসি রোভার রেঞ্জার্স মিলিয়ে মোট ৯শ স্বেচ্ছাসেবক পুরো বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকবে। এ পুরো নিরাপত্তার বিষয় তদারকি করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম।