স্থানীয়দের মাঝে চুয়েটের তৈরি স্যানিটাইজার বিতরণ

0
471

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) রসায়ন বিভাগের উদ্যোগে করোনা ভাইরাসের জীবাণুনাশক ‘হ্যান্ড স্যানিটাইজার’ তৈরি করা হয়েছে। চুয়েটের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাজিয়া সুলতানার নেতৃত্বে বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলে এসব হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছেন। রোববার (২২ মার্চ) চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এসব চুয়েটের তৈরি স্যানিটাইজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয়দের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করেন।এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।