৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস

0
409

ফিলিস্তিনে ৩০ দিনের জরুরি অবস্থা জারি।

৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯৮ হাজার। করোনাভাইরাসে চীনে নতুন করে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। করোনা মোকাবেলায় ফিলিস্তিনে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

গ্রিসে বৃহস্পতিবার নতুন করে ২২ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই কয়েকদিন আগে ইসরায়েল ও মিশর থেকে ফিরেছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১ জন। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।২০ টি অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে দুইশ’। চীনের বাইরে এ পর্যন্ত সবচেয়ে বেশি ১৪৮ জনের মৃত্যু হয়েছে ইতালিতে।

ইরান ও ইরাকসহ কয়েকটি দেশে জুমআর নামাজ বাতিল ঘোষণা করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার আরেক ইরানি কূটনীতিক হোসেইন শাইখল ইসলাম মারা গেছেন। তিনি সিরিয়ায় ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। ইরানে মূল শহরগুলোতে ভ্রমণ সীমিত ও ব্যাংকনোট ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।